শেষ হল সুইসদের স্বপ্নের দৌড়, টাই ব্রেকারে ম্যাচ জিতে ইউরোর সেমিতে স্পেন

Published : Jul 03, 2021, 10:21 AM IST

ইউরো ২০২০-তে শেষ হল সুইৎজারল্যান্ডের স্বপ্নের দৌড়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে, সমতায় ফেরা, ৭৭ মিনিট থেকে ১২০ মিনিট পর্যন্ত ১০ জনে খেলা, গোলরক্ষক সোমেরের সুপারম্যান হয়ে ওঠা, শক্তিশালী স্পেনের বিরুদ্ধে সবরকম লড়াই করেও শেষরক্ষ হল না সুইসদের। টাই ব্রেকারে ভাগ্য সাথ দিল স্প্যানিশ আর্মাডার। পেনাল্টি শুটে ৩-১ ব্যবধানে শেষ চারে পৌছে গেল স্পেন।  

PREV
18
শেষ হল সুইসদের স্বপ্নের দৌড়, টাই ব্রেকারে ম্যাচ জিতে ইউরোর সেমিতে স্পেন
Football News, Spain vs Switzerland, Euro 2020, UEFA, ফুটবল নিউজ, স্পেন বনাম সুইৎজারল্যান্ড, ইউরো ২০২০, উয়েফা
28
প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে থাকে স্পেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর জন্য ঝাপায় সুইৎজারল্যান্ড। ম্যাচের ৬৮ মিনিটে দুরন্ত পাসিং ফুটবল খেলে গোল করে যান সাকেরি। ১-১ সমতায় ফেরে সুইসরা।
38
ম্যাচের ৭৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে সুইৎজারল্যান্ডের রেমো ফ্রিউলার। এরপর ১০ দনের সুইসদের বিরুদ্ধে আক্রমণের ঝড় তোলে স্পেন। কিন্ত নির্ধাতির সময়ে গোলে মুখ খুলতে পারেনি কোনও দল। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও স্পেনকে আটকে রাখে সুইসরা।
48
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোটা ম্যাচে অসাধরণ গোল কিপিং করার পাশাপাশি টাই ব্রেকারেও ২টি শট অনবদ্যভাবে বাঁচিয়ে দেন সুইস গোলরক্ষক সোমের। কিন্তু শেষ রক্ষা হয়নি।
58
অপরদিকে সুইসদেরও দুটি শট বাঁচিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমন। পাশাপাশি একটি শট বাইরে মারে সুইসরা। ফলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লুই অনরিকের দল।
68
পেনাল্টি শুটআউটে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের আনন্দ উৎসবে মাতে স্পেন দল। স্টেডিয়ামে স্প্যানিশ সমর্থকরাও বাঁধ ভাঙা উচ্ছ্বাস মেতে ওঠেন।
78
অপরদিকে পুরো প্রতিযোগিতায় দুরন্ত লড়াই করেও, অবশেষে বিদায় জানানোয় কান্নায় ভেঙে পড়েন সুইস প্লেয়াররা। তবে তাদের খেলা হৃদয় জিতে নিয়েছে ফুটবল বিশ্বের।
88
ইউরোর ইতিহাস বলছে সেমি ফাইনালে যতবার গিয়েছে স্পেন, তারা চ্যাম্পিয়ন হয়েছে। লুই এনরিকের দল সেই পরিংসংখ্যানের পুনরাবৃত্তি করার বিশয়ে এখন আত্মবিশ্বাসী।
click me!

Recommended Stories