Published : Jul 01, 2021, 06:45 PM ISTUpdated : Jul 01, 2021, 07:15 PM IST
গ্রুপ পর্বে অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে কোপা আমেরিকা ২০২১ এর কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। কোপার প্রথম তিন ম্যাচে মার্টিনেজ গোল না পাওয়ায় তার ফর্ম নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্কু বলিভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে গোল করে ফর্মে ফিরেছে লাওতারো মার্টিনেজ। ফুটবলের বাইরে ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক তিনি। তার বান্ধবী অগস্টিনা গান্ডোলফো খুবই সুন্দরী। আসুন আজ আপনাদের জানাবো আর্জেন্টাইন স্টার লাওতারো মার্টিনেজের হট অ্যান্ড সেক্সি বান্ধনী অগস্টিনা সম্পর্কে।
১৯৯৪ সালের ৬ নভেম্বর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন অগস্টিনা গান্ডোলফো। বর্তমানে তার বয়স ২৭ বছর। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
212
স্কুলে পড়ার সময় থেকেই মডেলিং ও ফ্যাশনের প্রতি ঝোঁক ছিল অগস্টিনার। নানা ধরনের অনুষ্ঠানে অংশও নিতেন তিনি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
312
স্কুল শেষ করার পর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করেন অগস্টিনা। কিন্তু মাত্র ১৭ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন তিনি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
412
অগস্টিনা দেখতে খুবই সুন্দরী। তার হট অ্যান্ড সেক্সি লুকস ও ফিগার সকলকেই ঘায়েল করে। মডেলিং দুনিয়াতেও নাম করেন তিনি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
512
ইনস্টাগ্রামের মাধ্যমে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন অগস্টিনা। সেখানে তার ফ্যান ও ফলোয়ার্সের সংখ্যা আকাশ ছোয়া। বর্তমানে সে ইনস্টাগ্রামে স্টার। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
612
তার একাধিক বিকিনি পরিহিত সুপার হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অগস্টিনা। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
712
সোশ্যাল মিডিয়ায় অগস্টিনার ফ্যান-ফলোয়ার্সরাল তার একটি ছবির জন্য রীতিমত অপেক্ষায় বসে থাকেন। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
812
মডেলিং ছাড়াও অগস্টিনা ভলিবল, হর্স রাইডিং এবং যোগা পছন্দ করেন। লোকাল ভলিবল ক্লাবে খেলেওছেন অগস্টিনা। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
912
২০১৮ সাল থেকে লাওতারো মার্টিনেজের সঙ্গে ডেটিং শুরু করেন অগস্টিনা। তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
1012
২০২০ সালের ১১ অগাস্ট অগস্টিনা ও লাওতারো মার্টিনেজ জানান তারা তাদের প্রথম কন্যা সন্তানের বাবা-মা হতে চলেছেন। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
1112
২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি অগস্টিনা ও লাওতারো মার্টিনেজের প্রথম কন্যা সন্তান নিনার জন্ম হয়। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
1212
বর্তমানে তাকা সুখী জীবন উপভোগ করছেন। একইসঙ্গে লাওতারো মার্টিনেজ নিজের ফুটবলের জগতে ও অগস্টিনা নিজের মডেলিংয়ের জগতে কাজ করছেন। ছবি সৌঃ ইনস্টাগ্রাম