ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি অগাধ ভালবাসা রবিন দত্তের। স্বপ্ন ছিল জার্মানির জাতীয় দলের হয়ে ফুটবল খেলা। কিন্তু ফুটবলার রবিন দত্ত তার কেরিয়ারে তেমন একটা সাফল্য পাননি। খেলেছেন জার্মানির পঞ্চম,ষষ্ঠ, সপ্তম ডিভিশনের ক্লাবে। জার্মানির জাতীয় দলের খেলার স্বপ্ন পূরণ হবে না বুঝতে পেরে মাত্র তিরিশ বছর বয়সেই খেলার পাশাপাশি কোচিং শুরু করেন রবিন দত্ত।