Published : May 11, 2020, 11:57 AM ISTUpdated : May 11, 2020, 12:01 PM IST
১৬ মে থেকে ফুটবল ফিরছে জার্মানিতে। শুরু হতে চলেছে বুন্দেসলিগা। ইউরোপের সেরা ৫টি ফুটবল লিগের মধ্যে বুন্দেসলিগা অন্যতম জনপ্রিয় লিগ। শুধু ইউরোপ নয়, বর্তমানে জার্মানির ফুটবল লিগের উপর নজর গোটা বিশ্বের। করোনার কারণে ২০১৯-২০ মরসুম যেখানে স্থগিত হয়ে গিয়েছিল ফের সেখান থেকেই শুরু হচ্ছে লিগ। মোট ১৮ দলের লিগ হলেও, নতুন করে শুরুর আগে দেখে নেওয়া যাক লিগ টেবিলের প্রথম ১০ দলের অবস্থান।
দল- বায়ার্ন মিউনিখ
কোচ- হ্যান্সি ফ্লিক
বর্তমান অবস্থান- প্রথম
পয়েন্ট- ৫৫
ম্যাচ- ২৫
জয়- ১৭
ড্র- ৪
হার- ৪
দলের সর্বোচ্চ গোলদাতা- রবার্ট লেওনস্কি (২৫টি গোল)
210
দল- বরুশিয়া ডর্টমুন্ড
কোচ- লুসিয়েন ফ্যাভরে
বর্তমান অবস্থান- দ্বিতীয়
পয়েন্ট- ৫১
ম্যাচ- ২৫
জয়- ১৫
ড্র- ৬
হার- ৪
দলের সর্বোচ্চ গোলদাতা- জোডান স্যাঞ্চো (১৪টি গোল)
310
দল- আরবি লেইপজিগ
কোচ- জুলিয়ান নাগেলসম্যান
বর্তমান অবস্থান- তৃতীয়
পয়েন্ট- ৫০
ম্যাচ- ২৫
জয়- ১৪
ড্র- ৮
হার- ৩
দলের সর্বোচ্চ গোলদাতা- টিমো ওয়ার্নার (২১টি গোল)
410
দল- বরুশিয়া মনখেনগ্লাডব্যাচ
কোচ- মার্কো রোজ
বর্তমান অবস্থান- চতুর্থ
পয়েন্ট- ৪৯
ম্যাচ- ২৫
জয়- ১৫
ড্র- ৪
হার- ৬
দলের সর্বোচ্চ গোলদাতা- আলেস্যান প্লি ( ৮টি গোল)
510
দল- বেয়ার লেভারকুসেন
কোচ- পিটার বস
বর্তমান অবস্থান- পঞ্চম
পয়েন্ট- ৪৭
ম্যাচ- ২৫
জয়- ১৪
ড্র- ০৫
হার- ০৬
দলের সর্বোচ্চ গোলদাতা- কেভিন ভোল্যান্ড (৯টি গোল)
610
দল- এফসি সালকে
কোচ- ডেভিড ওয়াগনার
বর্তমান অবস্থান- ষষ্ঠ
পয়েন্ট- ৩৭
ম্যাচ- ২৫
জয়- ৯
ড্র- ১০
হার- ৬
দলের সর্বোচ্চ গোলদাতা- সুয়াট সেরডার (৭টি গোল)
710
দল- উলফসবার্গ
কোচ- অলিভার গ্লাসনার
বর্তমান অবস্থান- সপ্তম
পয়েন্ট- ৩৬
ম্যাচ- ২৫
জয়- ৯
ড্র- ৯
হার- ৭
দলের সর্বোচ্চ গোলদাতা- অট ওয়েগহর্স্ট (১১টি গোল)
810
দল- স্পোর্ট ক্লাব ফ্রেইবার্গ
কোচ- ক্রিস্টিয়ান স্ট্রেইখ
বর্তমান অবস্থান- অষ্টম
পয়েন্ট- ৩৬
ম্যাচ- ২৫
জয়- ১০
ড্র- ৬
হার- ৯
দলের সর্বোচ্চ গোলদাতা- নিলস পিটারসন (৮টি গোল)
910
দল- হফেনহিয়েম
কোচ- আলফের্ড শ্রেউডার
বর্তমান অবস্থান- নবম
পয়েন্ট- ৩৫
ম্যাচ- ২৫
জয়- ১০
ড্র- ৫
হার- ১০
দলের সর্বোচ্চ গোলদাতা- আন্দ্রেজ ক্রামারিক (৭টি গোল)
1010
দল- কোলগনে
কোচ- মার্কাস গিসডল
বর্তমান অবস্থান- দশম
পয়েন্ট- ৩২
ম্যাচ- ২৫
জয়- ১০
ড্র- ২
হার- ১৩
দলের সর্বোচ্চ গোলদাতা- জন কোরডোবা (১০টি গোল)