ফিরছে জার্মান পাওয়ার ফুটবল, জেনে নিন ২০১৯-২০ মরসুমে বুন্দেসলিগার প্রথম ৫ গোলদাতাদের পরিসংখ্যান

১৬ মে থেকে মাঠে ফিরছে  জার্মান পাওয়ার ফুটবল। শুরু হতে চলেছে বুন্দেসলিগা। ২০১৯-২০ মরসুমের বাকি খেলাগুলি হবে সপ্তাহে ৪ দিন করে। বর্তমানে জার্মানির লিগের দিকে নজর গোটা বিশ্বের। জেনে নিন চলতি মরসুমের বুন্দেসলিগার প্রথম ৫ সর্বোচ্চ গোল স্কোরারদের পরিসংখ্যান। যারা প্রস্তুত ফের মাঠ কাঁপাতে।
 

Sudip Paul | Published : May 12, 2020 6:11 AM IST
15
ফিরছে জার্মান পাওয়ার ফুটবল, জেনে নিন ২০১৯-২০ মরসুমে বুন্দেসলিগার প্রথম ৫ গোলদাতাদের পরিসংখ্যান

১. রবার্ট লেওনস্কি
দল- বায়ার্ন মিউনিখ
ম্যাচ- ২৩ 
গোল- ২৫
অ্যাসিস্ট- ৩
শট- ১১০
কত মিনিট খেলেছেন- ২০৪১
মিনিট প্রতি গোল- ৮২

25

২.টিমো ওয়ার্নার
দল- আরবি লেইপজিগ
ম্যাচ- ২৫
গোল- ২১
অ্যাসিস্ট- ৭
শট- ৯৫
কত মিনিট খেলেছেন- ২০৫১ 
মিনিট প্রতি গোল- ৯৮

35


৩.জাডন স্যাঞ্চো
দল- বরুশিয়া ডর্টমুন্ড
ম্যাচ- ২৩
গোল- ১৪
অ্যাসিস্ট- ১৫
শট- ৪৬
কত মিনিট খেলেছেন- ১৮০৭
মিনিট প্রতি গোল- ১২৯
 

45

৪. রবিন কুয়াইসন
দল- এফএসভি মাইনজ
ম্যাচ- ২৪
গোল- ১২
অ্যাসিস্ট- ২
শট- ৫৮
কত মিনিট খেলেছেন- ১৯৮৮
মিনিট প্রতি গোল- ১৬৬

55

৫.সেবাস্টিয়ান অ্যান্ডারসন
দল- এফসি ইউনিয়ন বার্লিন
ম্যাচ- ২৫
গোল- ১১
অ্যাসিস্ট- ১
শট- ৫২
কত মিনিট খেলেছেন- ২০৯১
মিনিট প্রতি গোল- ২০৯১

Share this Photo Gallery
click me!

Latest Videos