শুধু স্বামীকে হত্যার ষড়যন্ত্র করা নয়, স্বামীকে খুন করার জন্য অস্ত্রও ইয়াগমুর দিয়েছিলেন 'সুপারি কিলারকে'। এমনকী হত্যার পর দেহ লোপাটেও তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়াগমুর। কিন্তু এই ঘটনা তখনই চাঞ্চল্যকর মোড় নেয়, যখন সুপারি কিলার বেইমানি করে।