সুমিত রাঠি-
গত বছর এটিকে কোচ হাবাস যখন তাঁকে সিনিয়র দলের হয়ে খেলার জন্য তৈরি হতে বলেছিলেন, উত্তেজনায় সেই রাতে ভালো করে ঘুমোতেই পারেননি তিনি। পরে ক্রমে ক্রমে হাবাসের দলে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন। একটি ম্যাচে সেরা খোলোয়াড়ের খেতাবও পান তিনি। লিগের সেরা উঠতি তারকার খেতাবও পেয়েছিলেন। ১৪ টি ম্যাচে ১১৫টি ক্লিয়ারেন্স, ১৮টি ব্লক, ১৯টি ইন্টারসেপশন, ২৭টি ট্যাকল করেন তিনি। এই মরশুমেও এটিকে মোহনবাগানের হয়ে নিজেকে উজাড় করে দিতে তৈরি সুমিত।