রবি ফাওলার-
শুধু প্লেয়ার নয় কোচ হিসেবে রবি ফাওলারও হয়ে উঠতে পারেন লাল হলুদের নয়নের মণি। কোচ হিসেবে ইনাকে খুব অভিজ্ঞ বলা যায় না। কিন্তু অল্প সময়ের মধ্যেও তার পরিসংখ্যান কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তাছাড়া ভারতে পা দেওয়ার পর থেকে টুকটাক সামান্য যে কয়েকটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, তা থেকে এইটুকু ইস্টবেঙ্গল ভক্তরা বুঝতেই পেরেছেন যে, আর যাই হোক নিজের কাজের পদ্ধতি সম্পর্কে তার নিজের সুস্পষ্ট ধারণা আছে। আর একবার যদি ইস্টবেঙ্গল ফুটবলাররা তার স্ট্র্যাটেজির সাথে মানিয়ে নিতে পারেন, তাহলে কে বলতে পারে আইএসএলে নিজেদের প্রথম বছরেই অভাবনীয় সাফল্য পাবে না লাল হলুদ শিবির।