Published : Aug 28, 2020, 01:47 PM ISTUpdated : Aug 28, 2020, 05:56 PM IST
চিতাতেই সবশেষ। মৃত্যুর পর কে হিন্দু, কেউইবা মুসলিম! প্রতিবেশীর শেষকৃত্যে থাকল না ধর্মীয় ভেদাভেদ। করোনার আতঙ্ক, লকডাউনের মাঝে সম্প্রীতির নজর হাওড়ার উলুবেড়িয়ায়।
পৈতৃক বাড়ি ঝাড়খণ্ডের সিংভূম জেলায়। কিশোর বয়সে মায়ের সঙ্গে হাওড়ার উলুবেড়িয়ায় চলে আসেন রঘুনাথ কুমার। ফতেপুর এলাকায় আশ্রয় নেন শেখ পিয়ার আলির বাড়িতে।
25
সময়ের সঙ্গে নিবিড় থেকে নিবিড়তর হয়েছে সম্পর্ক। ভিন্ন ধর্মে বিশ্বাসী দুটি পরিবার বাধা পড়েছে আত্মীয়তার বন্ধনে। সুখে-দুখে দিন কেটে যাচ্ছিল বেশ।
35
বৃহস্পতিবার সকালে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন রঘুনাথ কুমার। স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
45
লকডাউনের মাঝে আত্মীয়-স্বজনরা কীভাবে আসবেন? দেহ সৎকার করা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা। বিপদে হিন্দু প্রতিবেশীর পাশে দাঁড়ান শেখ পিয়ার আলি।
55
আবদুল রহমান, শেখ আতিয়ার রহমান, জাহাঙ্গীর রাজকুমার হালদার-সহ আরও কয়েকজন প্রতিবেশীকে ডেকে নেন তিনি। যাবতীয় রীতিনীতি মেনে উলুবেড়িয়ার শতমুখী শশ্মানে শেষকৃত্যে হাত লাগান সকলে।