ঝুলন গোস্বামী হলেন একজন অল রাইন্ডার ক্রিকেটার যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেটের দল, বেঙ্গল ওমেন, ইস্ট জোন ওমেন ও এশিয়ান উমেন এলেভেন দলের হয়ে ক্রিকেট খেলেন। দেশের অন্যতম সেরা মেয়ের তালিকায় স্থান পান তিনি। মধ্যবিত্ত পরিবার থেকে এমন সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথ এত সহজ ছিল না। তবে, তিনি সকল প্রতিবন্ধকতা পার করেন।