রাষ্ট্রপতির আসনে কোন প্রার্থীকে বসাতে চাইছে কেন্দ্র সরকার? রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। একবার শোনা গিয়েছিল, কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নাম। কখনও আবার শোনা গেছে, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উপরেই আস্থা রয়েছে বিজেপি শিবিরের। তবে, জল্পনা খারিজ করে দিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নামই মনোনীত করেছে পদ্ম শিবির। ২০০০ সালে ঝাড়খণ্ড রাজ্য তৈরির পর দ্রৌপদীই প্রথম রাজ্যপাল যিনি তাঁর পদে আসীন ছিলেন ৫ বছর। দ্রৌপদীই প্রথম মহিলা যাঁকে রাজ্যপালের পদে নিযুক্ত করা হয়েছিল। ১৯৯৪ থেকে ১৯৯৭ পর্যন্ত একটি স্কুলের সাম্মানিক সহ শিক্ষিকা ছিলেন দ্রৌপদী মুর্মু।