করোনা সংক্রমণের মধ্যেই ভারতের ৫ রাজ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু-এর বিপদ। সোমবার হিমাচলপ্রদেশের মৃত ১৮০০ পরিযায়ী পাখির নমুনায় 'এভিয়ান ইনফ্লুয়েঞ্জা' পাওয়ার কথা নিশ্চিত করেছে। কাজেই রাজস্থান, কেরল, মধ্যপ্রদেশ এবং গুজরাতের পর ভারতের পঞ্চম রাজ্য হিসাবে বার্ড ফ্লু-র আতঙ্ক ছড়ালো হিমাচল প্রদেশে। বার্ড ফ্লু-র জন্য দায়ী এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস-এর জন্য। এই রোগ অত্যন্ত সংক্রামক এবং এর ফলে মারাত্মক শ্বাস প্রশ্বাসজনিত রোগ জেখা দেয়। পাখিদের থেকে এই রোগ মানুষ-এর শরীরেও সংক্রামিত হতে পারে।