কেন্দ্রীয় সরকার "আনলক" পর্যায় শুরু করার পরেই জুনের মাঝামাঝি সময় থেকে তিরুপতি মন্দির পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনে তিরুপতি মান্দিরে কর্মী এবং পুরোহিত মিলিয়ে মোট ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তা স্বত্বেও মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন আধিকারিকরা। ভক্ত সমাগমও লেগেই আছে। ফলে স্বাভাবিকভাবেই বিতর্কের সৃষ্টি হয়েছে।