দিল্লির হিংসায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব। তিনি আরও বলেন কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে সাধারণতন্ত্র দিবসের দিনে ট্র্যাক্টর ব়্যালি নিয়ে একাধিক বৈঠক করেছিল। সেখানে কৃষক নেতাদের সঙ্গে তাঁদের একটি চুক্তিও হয়। কিন্তু কৃষক নেতারা সেই চুক্তি মানেনি বলেও অভিযোগ করেন তিনি। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।