৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। ভূমি পুজাকে কেন্দ্র করে এখন চূড়ান্ত তৎপরতা। সেদিন সেখানে আমন্ত্রিত হিসাবে থাকার কথা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করছে যোগী আদিত্যনাথ সরকার। সেদিনের অতিথি-অভ্যাগত, ভক্তদের জন্য়ও থাকছে বিশেষ ব্যবস্থা। প্রায় ৫০ জন ভিভিআইপি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ইতিমধ্যে আমন্ত্রণ পয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। আমন্ত্রিত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংও। কিন্তু সূত্রের খবর, এখনও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর যোশীকে।