রাম মন্দিরের ভূমি পুজোয় এখনও আমন্ত্রণ পেলেন না আডবাণী ও যোশী, লাইম লাইটে কেবল মোদী

Published : Aug 01, 2020, 05:01 PM ISTUpdated : Aug 01, 2020, 05:06 PM IST

৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।  ভূমি পুজাকে কেন্দ্র করে এখন চূড়ান্ত তৎপরতা। সেদিন সেখানে আমন্ত্রিত হিসাবে থাকার কথা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করছে যোগী আদিত্যনাথ সরকার। সেদিনের অতিথি-অভ্যাগত, ভক্তদের জন্য়ও থাকছে বিশেষ ব্যবস্থা। প্রায় ৫০ জন ভিভিআইপি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ইতিমধ্যে আমন্ত্রণ পয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। আমন্ত্রিত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংও। কিন্তু সূত্রের খবর, এখনও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর যোশীকে।

PREV
115
রাম মন্দিরের ভূমি পুজোয় এখনও আমন্ত্রণ পেলেন না আডবাণী ও যোশী, লাইম লাইটে কেবল মোদী

সারাজীবন যে দিনটার জন্য স্বপ্ন দেখেছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, সেই দিনটাই  হয়তো তাঁরা স্বচক্ষে চাক্ষুস করতে পারবেন না। দেখতে হবে ভারচুয়ালি বাড়িতে বসেই। 

215

কিন্তু আডবাণী ও যোশী এই দুটি নামের সঙ্গে অযোধ্যার রাম মন্দির আন্দোলন যেন সমার্থক। 

315

এখনও পর্যন্ত যা খবর, আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে অযোধ্যায় উপস্থিত থাকছেন না বিজেপির এই দুই বর্ষীয়ান নেতা।  প্রবীণ এই দুই নেতা কেন এমন বিশেষ দিনে উপস্থিত থাকবেন না, তা নিয়ে চলছে জল্পনা।

415

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তাঁদের নাকি এখনও আমন্ত্রণই জানানো হয়নি। আরেক সংবাদমাধ্যম আবার বলছে, করোনা সংক্রান্ত প্রটোকলের জন্যই আডবাণীদের ভূমিপুজোয় আসার জন্য অনুরোধ করা হয়নি। 

515

তবে রাম মন্দির ট্রাস্টের দাবি বিজেপির বর্ষীয়াণ এই দুই নেতাকেই আমন্ত্রণ জানান হচ্ছে। চম্পাত রাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। 
 

615

সূত্রের খবর, খুব শীঘ্রই দুই নেতাকে আমন্ত্রণ পত্র পাঠান হচ্ছে। তবে লিখিত ভাবে নয়, ফোন করেই এই আমন্ত্রণ জানান হবে। 

715

এমনিতে করোনা পরিস্থিতিতে ছোট করে হচ্ছে ভূমি পুজোর অনুষ্ঠান। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে  সেদিনের  অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না কোনও হাই-প্রোফাইল প্রবাসী অতিথি অথবা কোনও নামী শিল্পপতি। আমন্ত্রিতদের তালিকা খুবই সংক্ষিপ্ত। 
 

815

সেই তালিকায় নাম আছে আরএসএস প্রধান মোহন ভাগবত, বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি সম্পত রাই, রাম জন্মভূমি ন্যাসের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাস, যোগগুরু রামদেবের। 

915

আমন্ত্রিত বহু সাধু-সন্ত। আমন্ত্রণ পেয়েছেন উমা ভারতী , এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংও।

1015

এদিকে, রাম মন্দির আন্দোলনের আরেক শরিক শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেকেও এখনও  ভূমিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। 
 

1115


এদিকে, ৫ অগাস্ট অযোধ্যায় বর্ণাঢ্য রামমন্দিরের ভূমিপুজো নিয়ে  জেলাজুড়ে চূড়ান্ত প্রস্তুতি।  মন্দির কমিটির তরফে ঘোষণা করা হয়েছে, কোভিড-১৯ প্রোটোকল মেনেই এই ভূমিপুজো আয়োজন করা হচ্ছে।

1215

জানা গিয়েছে, অযোধ্যার রামমন্দিরস্থল থেকে তিন কিমি দূরে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই নামবে প্রধানমন্ত্রীর কপ্টার। পাশাপাশি মন্দির থেকে জনপথে আসা-যাওয়ার রাস্তা চওড়া করা হয়েছে। 

1315

ভগবান রামের জীবনকাহিনী কারুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে স্থানীয় দেওয়ালে। শহরজুড়ে সিসিটিভি পর্দা বসানো হয়েছে। উৎসাহী নাগরিকরা এই পর্দায় দেখতে পারবেন ভূমি পুজো।

1415

এদিকে ভূমি পুজোর দিন রামকে লক্ষাধিক লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এজন্য অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে লক্ষাধিক লাড্ডু বানান হচ্ছে।

1515

 ৫ আগস্ট ভগবান রামকে এই লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী মোদী। তারপর সেগুলি বিলি করা হবে ভিত্তিপ্রস্তর, ভূমি পুজায় যোগ দিতে আসা ভক্তদের, পাঠানো হবে দেশের সব বড় মন্দিরে মন্দিরে।

click me!

Recommended Stories