তিহারে প্রথম রাত কাটল চিদম্বরমের, এর আগে কোন কোন নেতা ছিলেন এই জেলে, দেখে নিন একনজরে
তিহার জেলে প্রথম রাত কাটালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আইএনএক্স মিডিয়া মামলায় ১৯ সেপ্টেম্বরের আগে মুক্তি নেই তাঁর। তবে তিনিই প্রথম নন, এর আগেও বেশ কয়েকজন বড় রাজনৈতিক নেতার ঠাঁই হয়েছে তিহার জেলে। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
লালুপ্রসাদ যাদব - আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব চার-চারটি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষা সাব্যস্ত হন। তাঁকেও প্রথমে তিহার জেলেই রাখা হয়েছিল। বর্তমানে তিনি রাঁচির রাজেন্দ্র মেডিকাল কলেজে কিডনির সমস্যা মনিয়ে ভর্তি আছেন।
আন্না হাজারে - সমাজকর্মী আন্না হাজারেকেও ইউপিএ সরকারের বিরুদ্দে প্রতিবাদ বিক্ষোভ জানানোর সময় আটক করে তিহার জেলে রাখা হয়েছিল।
অরবিন্দ কেজরিওয়াল - নিতীন গড়কড়ির করা মান হানির মামলায় তিহারে যেতে হয়েছিবল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।