দেশে লাফিয় লাফিয় বাড়ছে করোনা সংক্রমণ। এর মাঝেই ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে অসমের বন্যা পরিস্থিতি। যার জেরে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪০জন। দেশের উত্তর পূর্বের এই রাজ্যে ৩৩টি জেলার মধ্যে বন্যা কবলিত ২৫টি। ক্ষতিগ্রস্ত রাজ্যের ৩ লক্ষেরও বেশি মানুষ। এদিকে সিকিম জুড়েও শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে রঙ্গিত, তিস্তা ও ডানায়া নদীর জলস্তর বেড়ে গিয়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করতে হয়েছে। বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতিতে উত্তরের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে ।