১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল। বুধবার ২৮ বছর পর সেই মামলার রায় শোনালো লখনউ-এর এক বিশেষ সিবিআই আদালত। অভিযুক্তদের তালিকায় আদবানি, জোশী, উমা ভারতীর মতো বিশিষ্ট বিজেপি নেতা এবং আরএসএস, ভিএইচপি-র বেশ কয়েকজন মূল্যবান কার্যকর্তা মিলিয়ে ২৮ জনের নাম ছিল। সকলকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। স্বভাবতই রামমন্দির রায়-এর পর ফের এক ঐতিহাসিক মামলার রায় তাদের পক্ষে যাওয়ায় খুশির হাওয়া গেরুয়া শিবিরে। দেকে নেওয়া যাক কে কী বললেন -