অনন্ত কুমার সিং
মোকামা আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন অনন্ত কুমার সিং। ২০০৫ ২০১০ সাল পর্যন্ত নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে জিতেছিলেন। ২০১৫ সালে নীতিশ কুমার তাঁকে টিকিক দেননি। তারপরই নির্দল প্রার্থী হিসেবে ভোচে লড়াই করছিলেন। বর্তমানে তিনি লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি প্রার্থী। ভূমিহারা ও যাদব অধ্যুষিত এই এলাকা স্থানীয় বাহুবলীকেই বিধায়ক হিসেবে নির্বাচিত করেছে। আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন অনন্ত কুমারের দাবি দিলীপ সিং। তিনি ছিলেন জনতা দলের প্রার্থী।