তবে পুষ্পম-এর পক্ষে মুখ্যমন্ত্রী হওয়া তো অনেকদূর, বিধায়ক হওয়াটাই প্রায় অসম্ভব। তিনি প্রার্থী হয়েছেন পাটনা জেলার বাঁকিপুর বিধানসভা আসন থেকে। এই আসনে পুষ্পম প্রিয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপি-র তিন বারের বিধায়ক নীতিন নবীন। কংগ্রেস এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বলি অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার পুত্র লব সিনহা-কে।