পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জয়ন্তী ২৫ সেপ্টেম্বর থেকে ‘আত্মনির্ভর ভারত' এর সংকল্পকে জনতার কাছে পৌঁছে দেওয়ার অভিযান শুরু করা হবে। এই অভিযান মহত্মা গান্ধীর জয়ন্তী ২ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ে আত্মনির্ভর ভারতের থিমে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। আরেকদিকে, মহত্মা গান্ধীর জয়ন্তী ২ অক্টোবরে মহত্মা গান্ধীর সিদ্ধান্ত স্বদেশী, খাদি, স্বাবলম্বী তথা স্বচ্ছতার বিষয়ে জন জাগরণ কার্যক্রম চালানো হবে।