গত ১৫ জুন পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আগে তিব্বতের স্থানীয় ক্লাবগুলি থেকে মার্শাল আর্ট প্রশিক্ষকদের সেনাবাহিনীতে নিয়োগ করেছিল চিন। সূত্রের খবর, চিনা সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সম্প্রতি তিব্বতে পাঠানো হয়েছে আরও প্রায় ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে। চিনের এই কৌশল সামনে আসতেই সীমান্তে পাল্টা 'ঘাতক' কম্যান্ডোদের মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী।