লাদাখ সীমান্ত সংঘাত নিয়ে দেশব্যাপী উত্তেজনার পরিস্থিতিতে হঠাৎ করেই গায়েব হন অরুণাচলের পাঁচ যুবক। যে পাঁচজন অপহৃত হন বলে অভিযোগ, তাঁদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া, তানুবেকার এবং এনগুরু দিরি৷ ম্যাকমোহন লাইন সংলগ্ন সুবর্ণসিড়ি জেলার নাচো সার্কেল এলাকার বাসিন্দা ওই পাঁচ জন। তাঁরা সকলেই তাজিন সম্প্রদায়ভুক্ত।ভারতীয় সেনার মালবাহক হিসেবে কাজ করতেন।