লালকৃষ্ণ আদবানি
১৯৯০ সালে আযোধ্যা রাম মন্দির আন্দোলনের পোস্টার বয় বললে খুব একটা ভুল হবে না। একই সঙ্গে লালকৃষ্ণ আদবানিকে হিন্দুত্বেরও প্রথম পোস্টার বয় বলা যেতে পারে। সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার নেতৃত্বে ছিলেন তিনি। তাঁর রথযাত্রা সেদিন সাফল্য না পেলেও এদিন সুফল ভোগ করছে বিজেপিসব বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। এখনও বাবরি মসজিদ ভাঙার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানের মূল মঞ্চ কিন্তু তিনি ব্রাত্য।