করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে এই দেশে। সোমবার স্বাস্থ্য মন্ত্রেকের দেওয়া হিসেব অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষের গণ্ডি পার করেছে। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লির এইমস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক রণদীপ গুলেরিয়া মেনে নিয়েছেন দেশে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এমন সময় করোনার দ্বিতীয় ঢেউ ভারতের আছড়ে পড়ছে যখন দেশের মানুষ স্বাভাবিক ছন্দে ফেরার প্রবল চেষ্টা চালিয়ে যাচচ্ছে। কারণ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আনলক। আর এই মাসে ৬ ও ৭ তারিখে দেশে গড় আক্রান্তের সংখ্য়া ৯০ হাজার। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কী করে ভারত লড়াই চালাবে করোনার মারাত্মক ছোঁয়াচে জীবানুর বিরুদ্ধে।