লাদাখে একাধিক প্ল্যান নিয়ে সবসময়ই প্রস্তুত ছিল ভারতীয় সেনা। এই প্ল্যান সম্পর্কে অবহিত ছিলেন হাতেগোনা মাত্র কয়েকজন। আর ঠান্ডা মাথায় সেই প্ল্যানকে বাস্তবায়িত করা হয়েছে। এরপরই কোন কোন লোকেশন দখল হবে তা মানচিত্র ধরে ঠিক করে ফেলে সেনা। গোটা পরিকল্পনায় কঠোরভাবে গোপনিয়তা বজায় রাখা হয়। সেনা সূত্রের খবর, ঠিক যেমনটি প্ল্যানিং হয় তেমনই এগোয় সেনা, আর সেই ছকেই আসে সাফল্য।