দৈনিক আক্রান্ত যখন প্রায় লক্ষের ঘরে পৌঁছে যাচ্ছে তখন করোনায় মৃত্যুর সংখ্যাও ক্রমে কপালের ভাজকে আরও শক্ত করছে। গত কয়েকদিন হল দেশে দৈনিক মৃতের সংখ্যা ১,১০০ উপরে থাকছে। সেই চিত্রের বদল হয়নি বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,১৭২ জনের। ফলে দেশে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। সরকারি মতে পরিসংখ্যান হল ৭৫ হাজার ৬২ জন। মোট মৃতের সংখ্যার নিরিখে এই মুহূর্তে বিশ্বে তৃতীয় ভারত।