করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা ৪২ হাজারেরও বেশি। রবি ও সোমবার পরপর দুদিনই আক্রান্তের গড় ছিল ৯০ হাজার। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমে হয়েছে ৭৫ হাজার। তবে হত ২৪ ঘণ্টায় ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় দেশের মানুষকে আশ্বস্থ করল স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রেকের পক্ষ থেকে জানান হয়েছে দেশে গড় আক্রান্তের সংখ্যা এখনও বিশ্বের সর্বনিম্ন। একই সঙ্গে দাবি করা হয়েছে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হারও আগের তুলনায় অনেকাই কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব করোনা বিশ্বের ক্রম তালিকায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।