ফের ইন্দো-চিন সীমান্তে শক্তি বাড়াচ্ছে ড্রাগনের দেশ। একটি স্ট্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হোতান বিমানঘাঁটিতে দু'টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন। এই বিমানঘাঁটিটি ভারত-চিনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সবথেকে কাছে অবস্থিত । মাত্র ১৩০ কিলোমিটার দূরত্বে। এই অবস্থায় ভারত নিজের প্রধান ২ অস্ত্র সুখোই ও রাফালে সংযোজিত করে ফেলল আধুনিক ক্ষেপণাস্ত্র বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র মিকা।