পেগাসাস - ভারতের সাংবাদিক, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশেষজ্ঞ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের ফোন ট্যাপ করার জন্য ইসরাইলি এই স্পাইওয়্যারের ব্যবহার নিয়ে গত দুদিন ধরে উত্তাল গোটা দেশ। এই ঘটনা সাইবার সুরক্ষা এবং রাষ্ট্রীয় নজরদারি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই ইলেকট্রনিক যোগাযোগের উপ আস্থা হারাচ্ছেন, ভয় পাচ্ছেন, কেউ আড়ি পাতে না তো! চাইলেই কী আমার-আপনার ফোনে কি আড়ি পাততে পারে সরকার? দেখে নেওয়া যাক, এই বিষয়ে ভারতীয় আইন কী বলছে -