প্রায় চার মাসের ও বেশি সময় ধরে উত্তপ্ত হয়ে রয়েছে পর্ব লাদাখ সীমান্ত। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। ভারত চিন দুই দেশই আসন্ন শীতকালে সীমান্তে নজরদারী চালানোর প্রস্তুতি নিচ্ছে। পূর্ব ললাদাখ সেক্টরের চলতি পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে অরুণাচল প্রদেশের সুমডোরং চু এলাকার কথা। ১৯৮৬ সালে তৈরি হওয়া সীমান্ত উত্তেজনা স্বাভাবিক হতে সময় লেগেছিল প্রায় ৯ বছর। কী করে তা সম্ভব হয়েছিল তাই ফিরে দেখতে চোখ রাখুন ইতিহাসের পাতায় ।