নির্মম রাজনীতি, পারবেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বুদ্ধি ও বোধ প্রশ্নাতীত। কিন্তু, উত্তর ভারতের রাজনীতি অনেক বেশি নির্মম। যার স্বাদ এর আগে মনমোহন সিংকে ইউপিএর রাষ্ট্রপতি প্রার্থী করার সময়ে, মমতাকে দিয়েছিলেন মুলায়াম সিং যাদব। কাজেই, সেই রাজনীতির সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ।