পুলওয়ামা হামলায় চার্জশিট পেশ করেছে এনআইএ। আর এই চার্জশিটে নাম রয়েছে ২৩ বছরের ইনসা জানের। কে এই ইনসা জান? জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআই এর অভিযোগ এই মহিলা পুলওয়ামা হামলায় রীতিমত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তদন্তে দেখা গেছে জইশ ই মহম্মদ জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ইনসা জানের। আর এই মহিলাই হামলার জন্য প্রয়োজন যাবতীয় সামগ্রী সরবরাহ করেছিল। তদন্তকারীদের দাবি ইনসা জান ও তাঁর বাবা তারিক আহমেদ শাহ নিজেদের বাড়িতে জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল। বাবা ও মেয়েকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।