তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে পুলওয়ামা হামলার ব্লু প্রিন্ট তৈরির জন্য পিতাপুত্রী জুটি ১৫টিরও বেশি বৈঠক করেছিল উমর ফারুক, সমীর দার আর আদিল আহমেদেরর সঙ্গে। ২০১৮ -১৯ সালের মধ্যে ইনসার বাড়িতেই তারা আশ্রয় নিয়েছিল। কখনও কখনও চার দিনেরও বেশি ছিল তাদের বাড়িতে।