প্যাংগং লেক নিয়ে এখনও বিবাদমান ভারতীয় ও চিনা সেনা জওয়ানরা। প্যাংগং লেক রক্ষায় রীতিমত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় সেনা জাওয়ানরা। উত্তর ও দক্ষিণ তীরে শক্ত ঘাঁটি তৈরি করে অবস্থান করছে। কিন্তু তারপরেও চিনের পিপিলস লিবারেশন আর্মির জওয়ানদের সরিয়ে দিতে সক্ষম হয়নি চার নম্বর ফিঙ্গার এলাকা থেকে। প্যাংগংএর এই এলাকায় দীর্ঘদিন ধরেই শক্তপোক্ত ঘাঁটি তৈরি করে অবস্থান করে রয়েছে চিনা সেনা। আর চিনের এই একগুঁয়ে মনোভাবের জন্যই সীমান্ত উত্তেজনা কিছুতেই হ্রাস পাচ্ছে না। কারণ প্যাংগং এলাকায় প্রায় বন্ধ রয়েছে সেনা সরোনার কাজ।