আতঙ্কের ঘূর্ণিপাকে - ওড়িশায় ফণীর ভয়াল রূপের ফটো গ্যালারি

 

amartya lahiri | Published : May 3, 2019 6:12 PM IST / Updated: May 04 2019, 12:25 AM IST
110
আতঙ্কের ঘূর্ণিপাকে - ওড়িশায় ফণীর ভয়াল রূপের ফটো গ্যালারি
শুক্রবার সকাল ৮টা থেকে সাইক্লোন ফনি ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করা শুরু করে। দুপুর ২টো নাগাদ এই প্রক্রিয়া সমাপ্ত হয়।
210
সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৭৫ কিলোমিটারের আশপাশে।
310
উত্তাল হয়ে ওঠে সমুদ্র। বহুদূর পর্যন্ত এগিয়ে আসে সাগরের জল।
410
ভুবনেশ্বর শহরে বহু গাছ উপড়ে যায়, বহু বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে।
510
দ্রুত স্থানীয় পুলিশ কর্মীরা কুড়ুল দিয়ে ডাল কেটে রাস্তা থেকে উপড়ে পড়া গাছ সরানোর কাজ শুরু করে দেয়।
610
শুধু গাছই নয় বহু জায়গায় বড় বড় বিজ্ঞাপনী হোর্ডিং-ও খুলে পড়ে রাস্তা আটকে গিয়েছে।
710
পারাদ্বীপের সি অ্যাকোরিয়ামে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
810
এর মধ্যে ভুবনেশ্বর রেলহাসপাতালে জন্ম নেয় এক ফুটফুটে শিশু কন্যা, যার নাম রাখা হয়েছে ফণী।
910
ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দেয় বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর-ও।
1010
নৌসেনা ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়েছে পুরী শহরের উপরে। শহরের অনেক জায়গাতেই জল উঠে গিয়ে জনজীবনে সমস্যা সৃষ্টি করেছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos