স্নরণীয় অভিজ্ঞতা, বিদায় বেলায় বললেন জিনপিং, বন্ধুকে রেশমের প্রতিকৃতি উপহার নমোর

Published : Oct 12, 2019, 07:03 PM IST

চিনা প্রেসিডেন্টের  ২দিনের  ভারত  সফরের  দ্বিতীয় দিনটা কাটল কোভালমে। এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাজ ফিশারম্যান কোভে দীর্ঘ আলাপ চারিতায় সময় কাটান শি জিনপিং।  ঘরোয়া বৈঠকের মধ্যেই চলে কূটনৈতিক পর্যায়ের আলোচনা।  চিনা প্রেসিডেন্টকে হাতে তৈরি করা সিল্কের কাপড়ের পোট্রেট উপহার দেন ভারতীয় প্রধানমন্ত্রী। বলেন চেন্নাই ভিশন নতুন যুবের সূচনা করল। চিনা প্রেসিডেন্টও  এই সফরতে স্মরণীয় অভিজ্ঞতা বলে জানান। 

PREV
18
স্নরণীয় অভিজ্ঞতা, বিদায় বেলায় বললেন জিনপিং, বন্ধুকে রেশমের প্রতিকৃতি উপহার নমোর
কোভালমের হোটেলে জিনপিং-কে স্বাগত জানাচ্ছেন মোদী।
28
তাজ ফিশারম্যান কোভে দীর্ঘ আলাপ চারিতায় দুই রাষ্ট্রনেতা।
38
ঘরোয়া বৈঠকের মধ্যেই চলে কূটনৈতিক পর্যায়ের আলোচনা।
48
ঘরোয়া বৈঠকে একান্ত আলাপ চারিতায় দুই রাষ্ট্রপ্রধান।
58
তাজ ফিশারম্যান কোভে সিল্ক এক্সিবিশনে দুই রাষ্ট্রনেতা।
68
সিল্ক এক্সিবিশনে মোদী ও জিনপিং।
78
ভারতীয় সিল্কের বৈশিষ্ট্য জিনপিং-কে বোঝাচ্ছেন মোদী।
88
চিনা প্রেসিডেন্টকে হাতে তৈরি করা সিল্কের কাপড়ের পোট্রেট উপহার দেন ভারতীয় প্রধানমন্ত্রী
click me!

Recommended Stories