ইউসুফ-এর বাবা কাফিল আহমেদ তাঁর ছেলের সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কে কিছু নাজানার দাবি করলেও তার স্ত্রী স্বামীর এই দিকের বিষয়ে প্রায় সবটাই জানতেন। ইউসুফ যে বাড়িতে বন্দুক এবং অন্যান্য উপকরণ জমা করছে তা তাঁর নজর এড়ায়নি। তিনি দাবি করেছেন, স্বামীকে তিনি বাধাও দিয়েছিলেন। কিন্তু, ইফসুফ শোনেনি। তাদের চার সন্তান রয়েছে। তাদের মুখ চেয়েই স্বামীর ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বাবা কাফিল আহমেদ-ও বলেছেন, 'যদি একবারের জন্য ক্ষমা করা সম্ভব হয়...'।