অবশেষে বহু প্রতিক্ষার অবসান। ভারত পেয়ে গেল রাফাল। আম্বালা বায়ুসেনা ঘাঁটির 'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অর্ন্তভুক্ত করা হল ৫টি রাফালকে। সফর বিশেষজ্ঞরা বলছেন রাফাল হাতে পেয়ে যাওয়ায় একধাক্কায় ভারতীয় বায়ুসেনার অনেকটাই শক্তিবৃদ্ধি হল৷ কারণ এতদিন চিন তো বটেই, পাকিস্তানের এফ-১৬ ও জেএফ ১৭-র মোকাবিলা করার মতো আধুনিক যুদ্ধবিমানও ভারতের হাতে ছিল না৷ সেই ঘাটতি মিটিয়ে ভারতীয় বায়ুসেনাকে অনেকটাই এগিয়ে দেবে রাফাল৷