ভারতীয় বায়ুসেনায় রাফাল অন্তর্ভুক্ত হতেই ঘুম উড়েছে পাকিস্তানের। সীমান্ত যুদ্ধে রাফাল গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হচ্ছে। ইসলামাবাদ বুঝে গিয়েছে, ভারতের এই অস্ত্রের মোকাবিলা করার ক্ষমতা তাদের বায়ুসেনার কোনও বিমানের নেই। আর সেই কারণেই ইমরান খান সরকার এখন মরিয়া হয়ে উঠেছে নতুন যুদ্ধবিমান পেতে। তাই ইতিমধ্যে চিনের কাছে যুদ্ধবিমান চেয়েও বসেছে তারা।