দ্রুত হ্রাস পাচ্ছে কোভিড-১৯ (Covid-19) আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকাকরণের (Covid Vaccination) সংখ্যা। তবে এখনও অধিকাংশ কর্পোরেশনের (Corporation) এবং সংস্থা (Company) তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ (Work From Home) চালিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের মতো ভারতেও গত দুই বছরে বহু মানুষ কাজ হারিয়েছেন, যারা কাজে আছেন, তাঁদের মাইনে তো বাড়েইনি উল্টে অনেক কর্মীর বেতন কমেও গিয়েছে। কিন্তু, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার মধ্যে, কর্মীদের জন্যও সুখবর আসতে চলেছে। আগামী বছরে ইনক্রিমেন্ট (Incriment) বা বেতন বৃদ্ধি সংক্রান্ত সুখবর। সবকিছু ঠিকঠাক চললে, পরের বছর কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে ১০ শতাংশেরও বেশি।