সমীক্ষা অনুযায়ী, রিটেইল (Retail), হসপিটালিটি (Hospitality), রেস্তোরাঁ (Restaurants), পরিকাঠামো (Infrastructure) এবং রিয়েল এস্টেট (Real Estate) ক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে সবথেকে কম। এই ক্ষেত্রগুলিতে এখনও মন্দা চলছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ক্ষেত্রগুলিতে কর্মচারীদের সবথেকে কম বেতন বৃদ্ধি হতে পারে।