একদিন আগেই এসেছিল সেই ভয় ধরানো খবর, দেশে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য়েও গোষ্ঠী সংক্রমণের বিষয়টি মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ কার থেকে কে কীভাবে আক্রান্ত হচ্ছেন, তার আর হিসাব নেই। আর কোভিড-১৯ মহামারির এই প্রবল দাপাদাপির মধ্যেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এর বেশ কয়েকজন গবেষক-অধ্যাপক কোভিড সংক্রমণ ঠেকাতে দিলেন এক বিস্ময়কর পরামর্শ। দেশে আনলকের প্রক্রিয়া বেশ কয়েকদিন ধরে শুরু হয়ে গেলেও এখনও স্কুল-কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবাই হয়নি। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত। কিন্তু, এইমস-এর গবেষকরা বলছেন, ভারতে অবিলম্বে স্কুল-কলেজগুলি ফের চালু করা উচিত। তাহলেই শিক্ষার্থীদের মঙ্গল।