চিন আর পাকিস্তানের মোকাবিলায় ভারতের মাটি ছুঁল আরও ৩টি রাফাল যুদ্ধ বিমান, রয়েছে গুজরাতে

ভারতের মাটি স্পর্শ করল রাফাল যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যচটি । সুদূর ফ্রান্স থেকে একটানা উড়ে এল তিনটি রাফাল যুদ্ধ বিমান। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এই খবর জানান হয়েছে। ফ্রান্স থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিয়ম ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছিল। ২০২৩ সালের মধ্যে সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে ভারত। 

Asianet News Bangla | Published : Nov 5, 2020 4:29 AM IST
19
চিন আর পাকিস্তানের মোকাবিলায় ভারতের মাটি ছুঁল আরও ৩টি রাফাল যুদ্ধ বিমান, রয়েছে গুজরাতে

প্রায় ২৩ বছর আগে রাশিয়া থেকে ভারতে এসেছিলন সুখোই যুদ্ধ বিমান। তার দীর্ঘ দিন পর ভারতীয় বিহান বাহিনীর অন্তর্গত ইউরোপীয় দেশের যুদ্ধ বিমান রাফাল। গত জুলাই মাসে প্রথম দফায় ৫টি রাফাল যুদ্ধ বিমান ভারতের মাটি স্পর্ষ করেছিল। বুধবার দ্বতীয় দফায় ভারতে এল আরও ৩টি যুদ্ধ বিমান। 
 

29

 দ্বিতীয় দফায় তিনটি রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে একটানা উড়ে এই দেশে এসেছে। ৭ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে। তিনটি রাফাল যুদ্ধ বিমান এসেছে গুজরাতের জামনগর বিমান বন্দরে। 

39

 আগের বারের মত এবারও তিনটি রাফাল যুদ্ধ বিমান মাঝ আকাশেই রিফুয়েলিং করেছিলে। যুদ্ধ বিমানগুলি বুধবার রাত ৮টা ১৪ মিনিটে ভারতের মাটি স্পর্শ করে। 

49

২০১৬ সালে ফ্রান্সের থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময় ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল ভারত। ২০২৩ সালের মধ্যেই ভারত সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে। 
 

59

গত জুলাই মাসে যে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান ভারতে এসেছিল সেগুলি দুপুরে আম্বালা এয়ারবেসে থেমেছিল। তারপর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সেগুলিকে ভারতীয় বায়ু সেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। 

69

 জুলাইয়ে ভারতে আসা রাফাল যুদ্ধল বিমানগুলি ইতিমধ্যেই পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করেছে। সেনা সূত্রের খবর রাতের অন্ধকারেও বিমানগুলি আম্বালা থেকে উড়ে গিয়েছিল চিন সীমান্তে। 

79

চিন ও পাকিস্তানের মোকাবিলায় রাফাল যুদ্ধ বিমান যথেষ্টকার্যকরী বলেও মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ভারতীয় বায়ু সেনার প্রধান জানিয়েছেন রাফাল যুদ্ধবিমানগুলি প্রয়োজন অনুযায়ী মোতায়েন রাখা হয়েছে। 

89

 দ্বিতীয় দফায় আরও তিনটি রাফাল যুদ্ধ বিমান হাতে পাওয়ায় বর্তমানে ভারতের হাতে রয়েছে মোট আটটি রাফাল যুদ্ধ বিমান। আগের তুলনায় আরও শক্তিশালী হল গোল্ডেন অ্যারোস। 

99

এক ঝলকে দেখে নিন রাফালের শক্তি।

Share this Photo Gallery
click me!

Latest Videos