এই ব্রিজকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং-এর বিস্ময়। জম্মু ও কাশ্মীরে তৈরি হচ্ছে ভারতীয় রেলের প্রথম কেবল-নির্ভর রেল সেতু। নর্দান রেল-এর উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল লিংক (ইউএসবিআরএল) বিভাগের অঞ্জি খাদ-এর উপর এক দুর্গম এলাকায় তৈরি হচ্ছে এই সেতু। সেতুটি তৈরি করছে রাষ্টায়ত্ত্ব সংস্থা কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। নদীতল থেকে ৩৩১ মিটার উচ্চতায় নির্মিয়মান এই সেতুটি জম্মু ও কাশ্মীরের কাটরা এবং রেয়াসি উপত্যকাকে সংযুক্ত করবে। ব্রিজটির নির্মাণকাজের প্রথম ঝলক দেখার সঙ্গে সঙ্গে জেনে নেওযা যাক ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের এই নবতম গর্ব সম্পর্কে -