আড়াই মাস পর আবার লাদাখ সীমান্ত উত্তপ্ত। জুন মাসের সংঘাতের পর ভারত ও চিনের মধ্যে বৈঠক শুরু হয়। এখনও তা চলছে। তারই মধ্যে হঠাৎ হামলা। তবে এটা যে হঠাৎ নয়, রীতিমতো পরিকল্পনা করেই চিন ভারতের সীমান্তে চাপ তৈরি করছে, তা স্পষ্ট বোঝা যায় দু’টি সূত্র থেকে। প্রথম, উত্তেজনা কমানোর জন্য সামরিক ও কূটনৈতিক মহলে যে বৈঠক চলছে, তাতে সীমন্ত নিয়ে চিনের ক্রমাগত টালবাহানা। দ্বিতীয়, সীমান্ত বরাবর নিজেদের সেনাবাহিনীর উপস্থিতি আরও জোরদার করা। অতএব যতই আলোচনা চলুক, সমস্যা সহজে মেটার নয়। নতুন পরিস্থিতি সামলাতে দরকার নতুন কৌশল। এবং সেখানেই উঠে এসেছে স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স বা এসএফএফ-এর নাম। চিনের সর্বশেষ হামলা প্রতিহত করে ভারতের যে সৈন্যদল, তার মধ্যে নাকি এসএফএফ-এর সদস্যরাও ছিলেন। ভারতের তরফে যদিও তা প্রকাশ্যে স্বীকার করা হয়নি।