গত মে মাস থেকে লাদাখে ভারত ও চিনের মধ্যে ক্রমেই বাড়ছিল সীমান্ত উত্তেজনা। গত ১৫ জুন যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। চিন ও ভারতীয় সেনার সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চড়ছিল। দুই দেশই সামরিক পর্যায়ে আলোচনায় বসলেও মিলছিল না কোনও সমাধানসূত্র। বরং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সরছিল না চিনা সেনা। অবশেষে পথে নামতে হল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। লাদাখে শান্তি ফেরাতে বেজিংয়ের সঙ্গে ডোভালের বিশেষ বৈঠকেই গালওয়ান থেকে সরল চিনা সেনা। অজিত ডোভাল যেন ভারতের মুস্কিল আসান। দেশি এই ০০৭-এর জীবনও কিন্তু কোনও সিনেমরা থেকে কম কিছু না। একাধিক রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারে ভরা রয়েছে তাঁর এই কর্মজীবন।