করোনার গ্রাস থেকে বাঁচলো না জগতবিখ্যাত বাইক সংস্থাও, ভারত ছাড়ার সিদ্ধান্ত হার্লে ডেভিডসনের

এদেশে বিপাকে  মার্কিন মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন।  ব্যবসা তেমন ভাবে না জমায় এবার ভারত থেকে পাততাড়ি গোটানোর কথা ভাবছে  মূলত ভারী মোটরসাইকেল তৈরিরে পৃথিবী বিখ্যাত এই  সংস্থা।

Asianet News Bangla | Published : Aug 21, 2020 2:27 AM IST
18
করোনার গ্রাস থেকে বাঁচলো না জগতবিখ্যাত  বাইক সংস্থাও, ভারত ছাড়ার সিদ্ধান্ত হার্লে ডেভিডসনের

কিছুদিন আগেই ভারতীয় বাইক প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ডকে প্রতিযোগিতায় টক্কর দিতে আসরে তাদের ৩৩৮ সিসির মোটরসাইকেল এনেছে  হার্লে ডেভিডসন। এনফিল্ডের বুলেট ব্র্যান্ডের বাইকের মোকাবিলায় এই মোটরসাইকেল এনেছে মার্কিন সংস্থাটি।

28

কিন্তু এবার সেই মার্কিন সংস্থাই ভারতে ব্যবসা গোটানোর পথে হাঁটছে। গত আর্থিক বছরে এদেশে  ২,৫০০ ইউনিটের কম বিক্রি করতে পেরেছে সংস্থাটি।

38

২০০৯ সালে ভারতে পা রাখে মূলত ভারী মোটরসাইকেল তৈরিতে বিখ্যাত হার্লে। হরিয়ানার বাওয়ালে কারখানাও তৈরি করা হয়।

48

কিন্তু আর্থিক মন্দার কারণে ক্রমেই বিক্রি কমছিল বাইকের। কোভিড মহামারীতে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। 

58

যার জেরে সম্প্রতি একাধিক মডেলের দাম কমিয়ে দিতে বাধ্য হয় হার্লে ডেভিডসন। বিভিন্ন মডেলে ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়ে দেওয়া হয়।   

68

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন হার্লে ডেভিলসন দ্বিতীয় মার্কিন গাড়ি নির্মাতা সংস্থা যারা ভারত ছাড়ছে।

78

এর আগে ২০১৭ সালে গুজরাতে নিজেদের কারখানা বন্ধ করে দেয় জেনারেল মোটর্স। 

88

আমেরিকায় কমবয়সী ক্রেতাদের মধ্যে হার্লের দামি মোটরসাইকেল কেনার ক্ষমতা না থাকায় ঘরোয়া বাজারে আগেই বিক্রি মার খেয়েছে সংস্থাটির।


 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos