করোনা বিধি না মানলে এবার দিল্লিতে দিতে হবে ২০০০ টাকা ফাইন। এমনটাই নিয়ম আনা হল সংক্রমণ ঠেকাতে।
সরকারের নির্দেশিকাতে উল্লেখ থাকল চার বিধির। মাস্ক না পড়লে দিতে হবে ফাইন। তাই রাস্তায় বেরলেই মাস্ক অতিঅবশ্যই মুখে থাকতে হবে।
সোশ্যাল ডিস্টেন্স যদি ফলো করা না হয়, তাহলেও এই একই পরিস্থিতির শিকার হতে পারে। তাই সতর্ক মেনেই রাস্তায় নামতে হবে।
রাস্তায় থুতু ফেলা চলবে না। পান, মাদক বা গুটখা জাতীয় জিনিস খাওয়াতে নিষেদ্ধাজ্ঞা। প্রকাশ্যে থুতু ফেলা বন্ধ রাখতে হবে।
কোয়ারেন্টাইন নির্দেশিকা ফলো করতে হবে। ১৪ দিন মেনে বাড়িতে থাকতে হবে। তার আগে কোনও মতকেই রাস্তায় নয়।
বেড়ে গেল কন্টাইনমেন্ট জোনের সংখ্যা। যার বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫০। মোট ৬টি জেলার অবস্থা ভয়াবহ।
শীতেই করোনার দাপট আরও বাড়ার সম্ভাবনা এমনটাই জানানো হয়েছিল। যার ফলে আগে থেকেই সতর্কতা করা হল তুঙ্গে।
Jayita Chandra