করোনার এই চার নিয়ম ভাঙলেই দিতে হবে ২০০০ টাকা জরিমানা, সংক্রমণ ঠেকাতে নজরদারি তুঙ্গে

উৎসবের মরশুম কাটতে না কাটতেই ভয়াবহ পরিস্থিতি ধারণ করল করোনা। রাজ্যে রাজ্যে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। এমন পরিস্থিতিতে কড়া হাতে ব্যবস্থা নিতে উদ্যোগী প্রশাসন, দিল্লিতে তাই কড়া জরিমানার ব্যবস্থা করল সরকার। 

Jayita Chandra | Published : Nov 21, 2020 5:17 AM IST

17
করোনার এই চার নিয়ম ভাঙলেই দিতে হবে ২০০০ টাকা জরিমানা, সংক্রমণ ঠেকাতে নজরদারি তুঙ্গে

করোনা বিধি না মানলে এবার দিল্লিতে দিতে হবে ২০০০ টাকা ফাইন। এমনটাই নিয়ম আনা হল সংক্রমণ ঠেকাতে। 

27

সরকারের নির্দেশিকাতে উল্লেখ থাকল চার বিধির। মাস্ক না পড়লে দিতে হবে ফাইন। তাই রাস্তায় বেরলেই মাস্ক অতিঅবশ্যই মুখে থাকতে হবে। 

37


সোশ্যাল ডিস্টেন্স যদি ফলো করা না হয়, তাহলেও এই একই পরিস্থিতির শিকার হতে পারে। তাই সতর্ক মেনেই রাস্তায় নামতে হবে। 

47

রাস্তায় থুতু ফেলা চলবে না। পান, মাদক বা গুটখা জাতীয় জিনিস খাওয়াতে নিষেদ্ধাজ্ঞা। প্রকাশ্যে থুতু ফেলা বন্ধ রাখতে হবে। 

57

কোয়ারেন্টাইন নির্দেশিকা ফলো করতে হবে। ১৪ দিন মেনে বাড়িতে থাকতে হবে। তার আগে কোনও মতকেই রাস্তায় নয়। 

67

বেড়ে গেল কন্টাইনমেন্ট জোনের সংখ্যা। যার বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫০। মোট ৬টি জেলার অবস্থা ভয়াবহ। 

77

শীতেই করোনার দাপট আরও বাড়ার সম্ভাবনা এমনটাই জানানো হয়েছিল। যার ফলে আগে থেকেই সতর্কতা করা হল তুঙ্গে। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos