ফিনল্যান্ডের দীর্ঘদিনের ঐতিহ্য, বড়দিনের সকালে চাল, দুধ, মাখন এবং দারচিনি দিয়ে তৈরি পরিজ (পায়েস জাতীয় খাবার) তৈরি করে খাওয়া। তবে, মজার বিষয় হল, এই পরিজ খাওয়ার ক্ষেত্রে খাওয়াটা মূল উদ্দেশ্য তাকে না, উদ্দেশ্য থাকে, পরিজের ভিতরে লুকোনো বাদাম খুঁজে বের করা।